
পেন্টাগন সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, আইএস জঙ্গিদের বেশ কয়েকজন শীর্ষ নেতা মারা গেলেও এখনও অধরা সংগঠনের মাথা আবু বাকর আল বাগদাদি।
গত নভেম্বর থেকে ইরাকে একটানা হানা দিচ্ছে মার্কিন বোমারু বিমান। খুঁজে খুঁজে আই এস জঙ্গিদের ঘাঁটিতে চালানো হচ্ছে অভিযান। অবশেষে সেই অভিযান সাফল্য পেল বলে স্বীকার করল পেন্টাগন।
পেন্টাগনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সামরিক অভিযানে আই এস আই এল-এর দুই উচ্চপদস্থ নেতা হাজি মওতাজ ও আবু আল বশিত মারা গিয়েছে। এযাবৎ মোট ১,৩৬১ বার জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা।