পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় দেশের তিন পার্বত্য জেলার সব উপজেলাসহ ১১৬ উপজেলায় এই ভোটগ্রহণ শুরু হয়। টানা ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে।
সব দল উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী মাঠে রয়েছেন।
এ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩৭, ভাইস চেয়ারম্যান পদে ৫৪৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দ্বিতীয় ধাপে ২৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সাধারণ ১৩ জন ও সংরক্ষিত ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আজ ভোট হওয়ার কথা ছিল ১২৯ উপজেলায়। বিনা প্রতিদ্বন্দ্বিতার কারণে ছয় উপজেলায় ভোটের দরকার পড়ছে না। এছাড়া ছয় উপজেলার ভোট পিছিয়েছে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে।