স্বাধীনতা দিবস— সেলিনা আক্তার রিপা

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

২৬শে মাচ্,স্বাধীনতা দিবস আমরা সবাই জানি।
স্বাধীনতা কিভাবে,এলো একটু এবার শুনি।্
৩০লাখ লোক শহীদ হলো রক্তের বন্য়াবয়ে গেল,
দুইলাখ মা,বোনের ই্জ্জত গেল,
বিরংগনা বেশে বেচে রইল।

ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এল,
স্বাধীনতার মৃল্য কত ভেবে দেখ একবার
বাংগালী জাতির শেষ্ট অরজন,
মহান স্বাধীনতা ।

স্বাধীনতার নায়ক যিনি মরেও অমর হয়ে,
সবার অন্তরে আছেন তিনি ।
তারই নাম মহানায়ক শেখ মজিবুর রহমান।

অগনিত মানুষের সীমাহিন কষ্ঠের স্বাধীনতা।
স্বাধীনতা তোমার আমার সবার বাংলা দেশ ।
স্বাধীন দেশের নাগরিক মোরা স্বাধীন ভাবে আছি
মনের সুখে স্বাধীন বলি মনের সুখে হাসি।

স্বাধীনতা গরব মোদের স্বাধীন ভাবে চলি
মনের সুখে ছবি আকি বাংলামায়ের হাসি
স্বাধীনতার গান গাহিতে মোদের ভাল লাগে,
অনেক কষ্টের স্বাধীনতা রক্ত দিয়ে লিখি।

স্বাধীন দেশের নাগরিক মোরা
মায়ের ভাসায় লিখি ।
স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা দিয়েছে প্রান
তাদের কাছে রিনি মোরা থাকব চিরকাল,।

স্বাধীনতার ডাক দিয়েছেন যিনি,
পর পারে গেছেন তিনি,
আমাদের করে রিনি,।

স্বাধীনতা করতে রকখা করলাম আমরা পন
জীবন দিয়ে ধরে রাখব স্বাধীনত মোদের ধন।
স্বাধীনতার লাল পতাকা ধরছি,যখন হাতে
স্বাধীনতা করতে রকখা,কেউ পরব না, পাছে

স্বাধীনতা র,গানে মধু গাইতে,
ভাল লাগে।
স্বাধীনতার দিনটা এলে
সবার বুকে বাজে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *