নানা কর্মসূচিতে খাগড়াছড়িতে জাতীয় শিশু দিবস পালিত

Slider গ্রাম বাংলা

নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি জেলার টাউন হল থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বক্তব্য রাখেন পুলিশ সুপার আহার-উজ-জ্জামান, পৌর মেয়র মো. রফিকুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষাণু মারমা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এতে জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে বিজয়ী হন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ইলা নুজহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *