২৪ দিনও খোঁজ মেলেনি ফরিদুলের

Slider গ্রাম বাংলা

নাটোরের বাগাতিপাড়ায় ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আর বাড়ি ফেরেনি তৃতীয় শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম। নিখোঁজের ২৪ দিন পরও শিশুটির খোঁজ পায়নি তার পরিবার। তাকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন পরিবারের লোকজন।

নিখোঁজ ফরিদুল ইসলাম উপজেলার কোয়ালীপাড়ার মানসিক প্রতিবন্ধী মাসুদ রানা ও বাক প্রতিবন্ধী মিনু বেগম দম্পতির ছেলে।

সে যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
শিশুটির দাদা অটোরিক্সা চালক রুস্তম আলী জানান, মাতৃভাষা দিবসের দিন উপজেলার তমালতলা শহীদ মিনারে ফুল দিতে বাড়ি থেকে বের হয় ফরিদুল। এরপর দুপুর গড়ালেও বাড়ি না ফেরায় তমালতলাসহ আশে-পাশের কয়েকটি শহীদ মিনার, স্কুল ও আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।

কিন্তু কোথাও শিশুটির খোঁজ মেলেনি।
পরে এ ঘটনায় গত ৪ মার্চ বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরীর (জিডি) করেছেন তার দাদা রুস্তম আলী।

এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাকিব বলেন, জিটি করা পর দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *