‘রোল নম্বর ১’

Slider সিলেট

সিলেট: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই প্রথম তিনটি বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। এর মধ্যে ছিল পদার্থ, রসায়ন ও অর্থনীতি বিভাগ। প্রথম ব্যাচের ছাত্রী হিসেবে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে পদার্থবিদ্যা বিষয়ে ভর্তি হয়েছিলেন নাজিয়া চৌধুরী। ‘রোল নম্বর ১’ ছিল তাঁর। ওই বিষয়ে তিনি ১৯৯৩ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর পাস করেন। ১৯৯৫ সালের ২৫ মে তিনি একই বিশ্ববিদ্যালয়ে ওই বিষয়ে পাস করা শিক্ষার্থী হিসেবে প্রথম প্রভাষক হিসেবে যোগদান করেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তিনিই প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করার গৌরব অর্জন করেন। এত সব প্রথম হওয়ার গৌরব অর্জনকারী নাজিয়া চৌধুরী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরীর সন্তান নাজিয়া চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *