হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে বিতরণ করা হচ্ছে।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কালীগঞ্জের মোট ৭৪ টি ভোট কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
শনিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে রিটার্নিংকর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেয়া হচ্ছে।
বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা অফিসে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাত থেকে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিচ্ছেন।
দুপুরের মধ্যে এসব সরঞ্জাম বিতরণ শেষ হবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।
বিকেলের মধ্যে তা পৌঁছে যাবে কেন্দ্রগুলোতে।
এদিকে ভোটের সরঞ্জাম বিতরণ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিসাইডিং অফিসাররা এসব সরঞ্জাম গ্রহণ করছেন।
প্রথম ধাপে ১০ মার্চ রোববার সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলায় উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। আর তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।