গুগল বিজয়ী জেনিফার লরেন্স

বিনোদন ও মিডিয়া

jenifaবছর শেষ হতে চলল৷ সারা বছর ধরে আলোচনায় ছিলেন বহু সেলিব্রিটিই৷ কিন্ত্ত গুগলে সবচেয়ে বেশি সার্চ পড়ল কার নামে? উত্তর হলো জেনিফার লরেন্স৷

ভালোয়-মন্দয় মিশিয়ে বছরটা খুব খারাপ গেল না তার জন্য৷ মন্দর তালিকা তৈরি করতে গেলে প্রথমেই যে প্রসঙ্গ উঠবে, তা হ্যাকারের কারণে ইন্টারনেটে তার নগ্ন ছবি ছড়িয়ে পড়ার ঘটনা৷ ঘটনার জেরে সে সময়ে ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন লরেন্স৷ কিন্ত্ত তারপরেও ২০১৪ তার জন্য একেবারে খারাপ মোটেও নয়৷ বরং বলা ভালো বছরটা তার জন্য বেশ ভালোই কেটেছে৷

বক্স অফিসে তার ‘এক্স মেন: ডেজ অফ ফিউচার ফাস্ট’ সফল৷ ‘হাংগার গেমস: মকিং জে পার্ট ওয়ান’ আলোচনার কেন্দ্রে৷ আর এতগুলো ঘটনার কেন্দ্রে ছিলেন বলেই ২০১৪-তে তার নাম করে গুগল-এ সার্চ হয়েছে সবচেয়ে বেশি৷

২০১৪-এ গুগল-এ সার্চ হওয়া সেলিব্রিটিদের তালিকায় লরেন্সের পরেই রয়েছেন কিম কারদাশিয়ান৷ ফরাসি অভিনেত্রী জুলিয়ে গায়েত রয়েছেন তিন নম্বরে৷ প্রথম পাঁছ জনের মধ্যে রয়েছেন রেনে জোয়েলগারও৷ তবে ঘটনাচক্রে এই তালিকার প্রথম পাঁচ জনই মহিলা৷ পুরুষদের মধ্যে গুগল-এ সর্বাধিক জনপ্রিয় ব্যক্তির নাম অভিনেতা জারড লেটো৷ তালিকায় রয়েছেন লেটোর ‘ডালাস বায়ারস ক্লাব’-এর সহ-অভিনেতা ম্যাথু ম্যাককনে-ও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *