সিলেটের ওসমানীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ওসমানীনগর থানার এসআই আনোয়ার বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ করে মোট ৭০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।
এদিকে, সংঘর্ষের পর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে সিলেটের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে একপর্যায়ে অসুস্থ্য হয়ে পড়েন ওসি মোস্তাফিজুর রহমান। বিকেল পৌণে ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাতেই সিলেটে নামাজে জানাজা শেষে লাশ কুমিল্লায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।