হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্টিতব্য নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এড.ইকবাল আহমদ কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওহাব জোয়ারদার মছুফ।
গতকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ায়ী ২০১৯) সিলেট প্রেসক্লাবে আনুষ্টানিকভাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওহাব জোয়ারদার মছুফ নৌকার কান্ডারী এড.ইকবাল আহমদ কে সমর্থন জানিয়ে মনোয়ন প্রত্যাহারের ঘোষনা দেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, “আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নৌকার পক্ষে সমর্থন করেছি। এ উপজেলায় নৌকাকে বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে চাই। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে চাই।”
এসময় তার পাশে বসা ছিলেন নৌকার মনোনিত প্রার্থী এড.ইকবাল আহমদ। অন্যান্যদের মাধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এনায়েতুল বারী মোর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাজুল ইসলাম লস্কর, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাছুম আহমেদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি একরামুল কবির সহ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।