মাহবুব হোসেন, গাজীপুর: নব-গঠিত গাজীপুর মহানগর পুলিশের এসি সার্কেল (কোনাবাড়ী জোন) জনাব অপুর্ব সাহা এবং কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান এর নেতৃত্বে কাশিমপুর থানার পুলিশ অফিসার এসআই/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালেঃ- গত ইং-২৪/০২/২০১৯ তারিখ রাত অনুমান ১০.৪৫ ঘটিকার সময় বেতার বার্তায় সংবাদে জানতে পায় কাশিমপুর সাবেক চেয়ারম্যানের বাড়ীর সামনের রাস্তার উপর এলাকাবাসী সন্দেহভাজন ০৪ (চার) জন লোক আটক করেছে।
বিশেষ অভিযানের চৌকস টিম ঘটনাস্হলে পৌছে আটককৃত ০৪ (চার) জনকে হৈ চৈ ও চিৎকার, অশালীন ভাষায় গালিগালাজ, চিল্লাপাল্লা করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আটককৃত ১. মোঃ হিরা ২. মোঃ বাদল শিকদার ৩. মোঃ শাহিন ৪. মোঃ রিপন সরকার কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়।
১. আটককৃত মোঃ হিরা (৩০) টাংগাইল জেলার গোপালপুর থানার বিরিনলহরা গ্রামের সুতজ আলীর ছেলে।
২. আটককৃত মোঃ বাদল শিকদার (৩০) টাংগাইল জেলার মির্জাপুর থানার গোরাইবাজার গ্রামের কোমর আলী শিকাদারের ছেলে।
৩. আটককৃত মোঃ শাহিন (৪৫) গাজীপুর মহানগর কাশিমপুর হাজীপাড়া এলাকার আবেদ মিয়ার ছেলে।
৪. আটককৃত মোঃ রিপন সরকার (৩০) গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকার মোঃ আব্দুল সাত্তার এর ছেলে।
আটককৃত আসামীরা হৈ-চৈ, চিৎকার, অশালীন ভাষায় গালিগালাজ করিয়া জন-মনে বিরক্তিকর অবস্থার সৃষ্টি করায় জিএমপি অদ্যাদেশ ৭৬ ধারায় অপরাধ করিয়াছে। তাহাদেরকে জিএমপি অদ্যাদেশ ১০২ ধারায় গ্রেফতার করিয়া অদ্য ইং-২৫/০২/২০১৯ তারিখ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।