কালীগঞ্জে প্রথম প্রহরে,ভক্তি-ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে লালমনিরহাট জেলা ও উপজেলা শহীদ মিনারে সাধারণ মানুষের ভিড় নামে।

কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের সর্বস্তরের জনতা।

একুশে ফেব্রুয়ারী প্রথম প্রহরে,কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মকবুল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, প্রভাষক মিজানুর রহমান,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,জনাব মাহবুবুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে আসেন।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে সাধারণ মানুষের ঢল সমাগম দেখা যায়।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জড়ো হয় শিক্ষক-শিক্ষার্থীরা।

শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন, মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আইনজীবী সমিতি, নির্বাচন অফিসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাধারণ মানুষেরা।

সকল বয়সী ও সকল শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত দেখা গেছে কালীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা।

সময় বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে জনতার ভিড়। সাধারণ জনতা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে একুশের বীর সেনানী ভাষা শহীদদের।

উল্লেখ্য, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের এ দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে।

অমর একুশে এখন পালিত হয় সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।মে ভাষা শহীদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *