পিরোজপুরে ব্রিটিশ পিলার ক্রয়- বিক্রয়কারী প্রতারকচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Slider বরিশাল

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির একটি পিলার উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পিলার ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানান।

গ্রেপ্তার করা পাঁচজন হলেন স্বরূপকাঠীর গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের জামাল ফকির (৪৫), নাজিরপুর উপজেলার এখলাচুর রহমান (২৫), জাহিদুল ইসলাম (২৩) ও রাসেল খান (৪৬) এবং গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার মো. মাহবুব আলম (৪৬)।

ওসি কে এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্বরূপকাঠীর গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রাম থেকে স্থানীয় জামাল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ ইঞ্চি লম্বা ও ২৩ ইঞ্চি চওড়া একটি ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি লেখা পিলারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে রাতেই থানায় মামলা করা হয়। রোববার তাদের আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *