পুলিশের শরণাপন্ন হলেন হৃতিক

বিনোদন ও মিডিয়া

Hrithikঅবশেষে হৃতিক রোশন পুলিশের শরণাপন্ন হয়েছেন । কিন্তু কী জন্য? অজ্ঞাত এক ব্যক্তি বলিউডের এই সুপারস্টারের নামে জাল ইমেইল ঠিকানা খুলেছেন। এ কারণে প্রতারিত হচ্ছে হৃতিকের ভক্ত ও বলিউড সংশ্লিষ্টরা।

জানা গেছে, [email protected] অ্যাকাউন্ট থেকে নিজেকে হৃত্বিক দাবি করে চলেছে জনৈক অভিযুক্ত৷ তার কথায় বিশ্বাস করে ভক্তরা শুভেচ্ছাবার্তা, উপহার, কার্ড অনেক কিছুই পাঠান।

আর মেয়েরা ভালোবেসে হৃতিককে পাঠায় প্রেমপত্র আর বিয়ের প্রস্তাব৷ কিছুদিন আগে একটি মেয়ে ওই নকল ইমেইল ঠিকানায় তার কিছু স্থিরচিত্র ও চলচ্চিত্রের অংশবিশেষ পাঠিয়েছিলো।

তাই হৃতিকের আইনজীবী দীপেশ মেহতা মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার কাছে অভিযোগ করেন। তিনি বলেন, ‘পুলিশের ওপর আমাদের আস্থা আছে। আশা করছি, প্রতারককে শিগগিরই আটক করা হবে।’

নকল হৃতিকের ইমেইল ঠিকানা ব্লক করার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন আসল হৃতিক। চার পাতার এই চিঠিতে মুম্বাই পুলিশ কমিশনারকে ৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘ভক্ত ও হিন্দি চলচ্চিত্র শিল্পের অনেকেই আমাকে জানিয়েছে, তারা ইমেইলে যোগাযোগ করেছেন। তাদেরকে পরিষ্কারভাবে বলেছিলাম, ওটা আমার ইমেইল ঠিকানা নয়। কিন্তু তারা আমার কথা মানতেই চাইছে না!’

এ ঘটনায় বার্তা সংস্থা পিটিআইকে মুম্বাই পুলিশ কমিশনার জানান, ‘অপরাধীকে শনাক্ত করার অভিযান শুরু হয়েছে। দু’দিনের মধ্যেই পুলিশ এফআইআর নিবন্ধন করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *