বিএনপি নেতা আসাদুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রমনা থানার পৃথক তিন মামলায় এই আদেশ দেওয়া হয়।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, রমনা থানার তিন মামলার আসামি বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে আসাদুজ্জামানের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, গত বছরের ৮ ফেব্রুয়ারি রমনা এলাকায় বিএনপির এক থেকে দেড় হাজার নেতা-কর্মী পুলিশের কাজে বাধা দেন, লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেল দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করেন। পুলিশের কাজে বাধা দেন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা করে। এসব মামলার এজাহারে আসাদুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্র বলছে, আসাদুজ্জামানকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। যেকোনো সময় তাঁকে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *