হবিগঞ্জে ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

Slider সিলেট


ঢাকা:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিলের চাঁদা উত্তোলনকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ওমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। নিহত ওমর আলী ওই গ্রামের রাজা মিয়ার ছেলে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিল আয়োজনের উদ্যোগ নেন গ্রামের যুবকরা। ওয়াজ সম্পন্ন করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তারা চাঁদা উত্তোলন করেন। শুক্রবার বিকালে ওমর আলীর কাছে একই গ্রামের লিটন মিয়া চাঁদা উত্তোলন করতে যান।
এ নিয়ে লিটন মিয়ার সঙ্গে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর দু’পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত, চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওবায়দুর রহমান তালকুদার নামে একজনকে আটক করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, সাংবাদিকদের ওপর হামলা করায় পুলিশ জয় আহমেদ নামে এক যুবককে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *