দিনের বেলায় ড্রাম ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায়

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজরের বিতর দিয়ে বেপরোয়া ড্রাম ট্রাক ও লরি দিনের বেলায় চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরমী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, জনপ্রতিনিধ, ব্যবসায়ীসহ সকল পেশার হাজার হাজার মানুষ।

শুক্রবার (০৮ জানুয়ারী ) উপজেলার বরমী বাজারে সকাল সাড়ে দশটার সময় বিভিন্ন ব্যানার হাতে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক বাদলের সভাপতিত্বে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন আগমী ২৪ ঘন্টার মধ্যে দিনের বেলায় ঘাতক ড্রাম ট্রাক ও লরি বন্ধ না করলে আমরা বরমী বাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

বরমী থেকে মাওনার সাথে চলাচলের সড়কটি ড্রাম ট্রাকের কারণে ঝুঁকিপূর্ন হয়ে পড়ে প্রায় সময়।

সড়কটি দিয়ে বেপরোয়াভাবে চলছে ড্রামট্রাক ও লরি।

এতে করে স্থানীয় এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী সাধারণ ঝুঁকিপূর্ণ মনে করছেন চলাচলে।যথাযথ ব্যাবস্থা গ্রহন করে বিষয়টি লাঘবে দৃষ্টি আকর্ষন করেছেন
সংশ্লিষ্ট কতৃপক্ষের।

উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন বরমী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোড়ল, ইউপি সদস্য বৃন্দু, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *