রাজবাড়ী জেলার দুটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Slider ফুলজান বিবির বাংলা

শেখ মামুন, রাজবাড়ী প্রতিনিধিঃ”শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১২ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্ভোধন এর অংশ হিসেবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্ভোধন করা হয়েছেন।

বুধবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এ উপস্থিত ছিলেন,রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী,জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার,জেলা প্রশাসক মোঃ শওকত আলী,অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান,পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।

উল্লেখ্য,রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ৩৮২ কিঃমিঃ নির্মিত লাইনে ১ টি উপকেন্দ্র,উপকেন্দ্রের মোট ক্ষমতা ১০ এমভিএ,২৮ হাজার ৭৫ টি মোট সংযোগ প্রদান যার অর্থ ব্যায় ৫৮ কোটি টাকা।

পাশাপাশি কালুখালী উপজেলায় নির্মিত লাইন ৫৭০ কিঃমিঃ,উপকেন্দ্রের সংখ্যা ১ টি,উপকেন্দ্রের মোট ক্ষমতা ৫ এমভিএ,মোট সংযোগ প্রদান ২৯ হাজার ৯৮৯ টি যার অর্থ ব্যায় ৮৬ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *