ঢাকা: রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটার পর যুক্তরাষ্ট্র থেকে রাজধানী নয়া দিল্লিতে ফিরেছেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্র। ব্যক্তিগত সফর শেষে সোমবার তিনি ফিরেই সাক্ষাত করেছেন তার ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। দু’সপ্তাহ আগে তাকে উত্তর প্রদেশ পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক হিসেবে তাকে নিয়োগ করে কংগ্রেস। এর মধ্য দিয়ে ভারতে দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক ভবিষ্যতের আলোচনা, জল্পনার অবসান হয়েছে।
প্রিয়াংকা উত্তর প্রদেশে তার দলীয় ইউনিটের সঙ্গে সাক্ষাত করবেন। তবে তার আগে তাকে অল ইন্ডিয়া কংগ্রেসের রাজ্য প্রধানদের সঙ্গে বসার কথা। এমন সভা আহ্বান করেছেন তার ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
৭ই ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা। ৯ই ফেব্রুয়ারি কংগ্রেস দলীয় নেতাদের আরো একটি বৈঠকে হাজির থাকার কথা প্রিয়াংকার। এ মাসের শেষের দিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রিয়াংকা রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করার পর এটাই এমন প্রথম বৈঠক।