৮ হজ এজেন্সির সঙ্গে চুক্তি না করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

Slider সারাবিশ্ব

হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি না থাকায় আটটি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করে এসব এজেন্সির সঙ্গে হজ চুক্তি না করতে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই আট এজেন্সির সঙ্গে কোনো ধরনের চুক্তি না করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি বৈধ হজ এজেন্সির তালিকা (দ্বিতীয় পর্যায়) প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। এতে ২৮৫টি বৈধ হজ এজেন্সির নাম উঠে আসে।

কিন্তু হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি দাখিলে ব্যর্থ হওয়ায় আটটি এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে।
বাতিল আট এজেন্সি হলো- নারায়ণগঞ্জের খান ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস, মোহাম্মদপুরের এয়ার টাইমস ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আনসারি ওভারসিজ, আরাফাহ এয়ার ইন্টারন্যাশনাল, রাজধানীর গুলশান নিকেতনের জান্নাতুল খুলোদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, পুরানা পল্টনের সাইদ এভিয়েশন সার্ভিসেস ও দক্ষিণ কেরানীগঞ্জের ইয়ামিন ইয়াদিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *