বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

Slider টপ নিউজ

রোহিঙ্গা শরণার্থীদের দেখতে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশ সফরে আসছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে তিনি এই সফর করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার বাংলাদেশে আসছেন জোলি। এমিরেটসের একটি ফ্লাইটে সকালে ঢাকায় পৌঁছার পর অ্যাঞ্জেলিনা জোলি সরাসরি কক্সবাজারে যাবেন।

অ্যাঞ্জেলিনা জোলির এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইউএনএইচসিআরের ঢাকা অফিস। তবে সংস্থার ঢাকা মিশনের একজন মুখপাত্র বলেন, এই বিষয়টি সদর দপ্তর থেকে দেখা হচ্ছে।

দুই বছর আগে নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে। তাদের জন্য বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন।

মার্কিন এই অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

এর আগে গেল বছরের মে মাসে ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শনে বাংলাদেশ সফর করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *