অবশেষে মুক্তি পেলেন ৩৩ মামলার ভুল আসামি জাহালম

Slider বিচিত্র

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৩৩টি মামলার ভুল আসামি জাহালম (৩২) অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার দিবাগত রাত ১২-৫৬ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কে‌ন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

রাতেই তিনি ভাই বড় ভাই শাহনূর মিয়ার সাথে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন।

রাত ১২টা ৪৬ মিনিটে আদেশের কপি কারাগারে এসে পৌঁছালে যাচাই বাছাই শেষে কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জাহালমকে মুক্তি দেন।

এর আগে রবিববার দুদকের দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় আদালত তাকে তাৎক্ষণিকভাবে কারাগার থেকে মুক্তির নির্দেশও দেন।

জাহালম টাঙ্গাইলের নাগরপুর থানার ধুবড়িয়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তি‌নি পাটকল শ্র‌মিক ছিলেন। সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলার মূল আসামি আবু সালেক। কিন্তু তার বদলে এ মামলার আসামি হয়ে বিনা অপরা‌ধে প্রায় ৩ বছর কারাগারে ব‌ন্দি ছিলেন পাটকল শ্রমিক জাহালম। ২০১৬ সালের ৬ ফেব্রুয়া‌রি জাহালমকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তি‌নি কারাগারে ব‌ন্দি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *