নদী দখলকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা হাইকোর্টের

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

ঢাকা: নদী দখলকারীদের নির্বাচন করার অযোগ্য ঘোষণা করেছেন হাইকোর্ট। তুরাগ নদী রক্ষায় একটি রিট মামলার বিচার শেষে আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ ঐতিহাসিক রায় দেন।

একই সঙ্গে নদী দখলকারীদের ঋণ পাওয়ার অযোগ্য ঘোষণা করেন হাইকোর্ট। এই রায়ে ঢাকার তুরাগ নদকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করে দেশের সকল নদ-নদী, খাল-বিল ও জলাশয়কে রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে ‘আইনগত অভিভাবক’ ঘোষণাও দেন হাইকোর্ট
নদী রক্ষা কমিশন যাতে নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় কার্যকর ভূমিকা নিতে পারে, সেজন্য আইন সংশোধন করে ‘কঠিন শাস্তির’ ব্যবস্থা করতে বলা হয়েছে সরকারকে। পাশাপাশি জলাশয় দখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের তালিকা প্রকাশ, স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের ডিজিটাল ডেটাবেইজ তৈরি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি নিতে বলে হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *