‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’- এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন উপজেলা খাদ্য পরিদর্শক দিলিপ সরকার, উপজেলা তথ্য অফিসার নিলিমা অধিকারী, উপ-খাদ্য পরিদর্শক উসমান মিয়া, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, খারাপ খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাড়ির রান্না করা সকল খাদ্য ঢেকে রাখতে হবে। হাট-বাজারে ভাল মানের খাদ্যদ্রব্য পণ্য বাজারজাত করতে হবে।