দেশ থেকে বিরল প্রজাতির মৎস্য ও প্রাণী হারিয়ে যাচ্ছে। তাই সকল বিলুপ্ত মৎস্য ও প্রাণী সংরক্ষণে বিশ্বব্যাপী কাজ চলছে। এরই অংশ হিসেবে বিশ্বের সাথে তাল মিলেয়ই বাংলাদেশেও বিরল প্রজাতির বিলুপ্ত মৎস্য ও প্রাণী সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
শুক্রবার সকালে নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে দ্য হলি চাইল্ড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক মন্ত্রী পত্নি কামরুন্নেছা আশরাফ দীনাসহ সকল শিক্ষক, অভিবভাবকরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন আঙ্গিকে ছোট ছোট সোনামনিদের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।