‘সম্পাদককে হত্যা ও কারাগারে হামলার পরিকল্পনা ছিল আনসারুল্লাহর ’

Slider গ্রাম বাংলা টপ নিউজ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের গেফতারকৃত চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর উত্তরা থেকে দলটির ৪ সদস্যকে গ্রেফতার করার পর জানা গেছে একটি জাতীয় দৈনিকের সম্পাদককে হত্যার পরিকল্পনা করছিল তারা। এছাড়া তাদের এক নেতাকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলার প্রস্তুতিও নিচ্ছিল সংগঠনটি।

শুক্রবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত এক লেখায় বিয়ে সংক্রান্ত হাদিস নিয়ে মন্তব্যের জন্য ওই পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনা করে আনসারুল্লাহর ওই চার সদস্য।

এছাড়া আনসারুল্লাহর শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলার প্রস্তুতিও নিচ্ছিল সংগঠনটি।

গ্রেফতার চারজন হলেন, শাহরিয়ার নাফিস ওরফে আম্মার হোসেন (২০), রাসেল ওরফে সাজেদুল ইসলাম গিফারী (২৪), রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম (২৪) ও আব্দুল মালেক (৩১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *