লালমনিরহাটে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পুর্নরুপে পুড়ে ছাই হয়েছে গেছে।

বৃহস্পতিবার(৩১ জানুয়ারী) ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে টিভি শো-রুম,ফ্রিজ সার্ভিসিং,মোবাইল ও ফোনের শো-রুম,ডেকোরেটরসহ ৫টি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বড়বাড়ির হাটে ইত্যাদি ইলোকট্রনিক্স নামক দোকান থেকে দোকানে পড়ে আগুনের সূত্রপাত ঘটে।

একপর্যায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথম সদরের ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে বাজারের ৭টি দোকান পুরোপুরিভাবে পুড়ে যায়।

এছাড়া আরও ৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে বাজারের অন্যান্য ব্যবস্থা প্রতিষ্ঠানসহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

লালমনিরহাট সদর থানার (ওসি) রায়হান আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

তবে আমাদের দু’টি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *