স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠকে ডেকেছে ঐক্যফ্রন্ট

Slider জাতীয়

সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানাবেন জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

এর আগে, গতকাল বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলন ডাকা হয়।

সেখানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের ঐক্য একশ ভাগ অটুট আছে, থাকবে। কারণ, এই ঐক্য ১৬ কোটি মানুষের ঐক্য। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে। সবাইকে নিয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে এই ঐক্যফ্রন্ট। আর এভাবে জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
এর আগে, গণফোরামের প্রস্তুতি সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন। তবে গণফোরামের এই প্রস্তুতি সভায় অনুপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলটির সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তাকে দাওয়াত দেওয়া হলেও আসেননি।

আগামী ২৩ ও ২৪ মার্চ গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *