কালীগঞ্জে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

Slider শিক্ষা


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জে তুষভান্ডার নছর উদ্দিন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবধনা অনুষ্টিত হয়েছে।

আজ ২৭ শে জানুয়ারী( রোজ রবিবার) দুপুর ২ ঘটিকার সময় বিদ্যালয়ের নিজস্ব মিলনায়নে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং ১০ ম শ্রেণীর ছাত্রী সেজুঁতির পরিচালনায় অনুষ্টিত হয়।

উক্ত নবীনবরণ ও বিদায়ী সংবধর্না অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য নূর ইসলাম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অত্র স্কুলের শিক্ষক – শিক্ষিকামন্ডলী এবং স্কুলের নবীন, বিদায়ী সহ সকল ছাত্রীবৃন্দ।

আলোচনাসভায় বক্তব্য রাখেন- নুর ইসলাম আহমেদ, শিক্ষক রুহুল আমীন, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, নবীনছাত্রীদের পক্ষে নাহিয়ান নূর নিতি ( ৬ ষ্ট শ্রেণী), মুন্নি আক্তার ( ৮ ম শ্রেণী), মালিহা ( ৯ম শ্রেণী), তামান্না তাসনিন সোমা ( ১০ শ্রেণী), বিদায়ীদের পক্ষে নওরীন, রশনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *