নেত্রকোনায় বাউল গানের অনুষ্ঠান

Slider গ্রাম বাংলা

নেত্রকোনার প্রখ্যাত বাউল-গীতিকার রশিদ উদ্দিনের ১৩০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাতে নেত্রকোনা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও মালজোড়া বাউল গান অনুষ্ঠিত হয়।

বাউল কবি রশিদ উদ্দিনের ছেলে আবু আনসার কালা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বাউল সাধক রশিদ উদ্দিনের কর্মময় জীবন ও বাউলিয়ানা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। শিকড়ের বাউল শিল্পী সোহেল রানার পরিচালনায় আলেচনা করেন গবেষক রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা ও শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল।

সারারাত বাউল গান পরিবেশন করেন অন্ধ বাউল শিল্পী সিরাজ উদ্দিন খান পাঠান, আজাদ মিয়া, বশির সরকার, গোলাম মওলা, উমেদ আলী, খাদিজা ভান্ডারী, আলমগীর সরকারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীবৃন্দ। তীব্র শীত উপেক্ষা করেও গভীর রাত পর্যন্ত ভক্তবৃন্দ বাউল গান শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *