জীবনের ঝুকি নিয়ে ক্লাস করছে শিশুরা

Slider শিক্ষা

মাসুদ পারভেজ কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ভেংগুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় টি ১৯৯৩ সালে স্থাপিত হলেও আজ পর্যন্ত উন্নয়নের কোন ছোয়া লাগেনি এই স্কুলে। মাটির তৈরী ঘরে জীবনের ঝুকি নিয়ে ক্লাস করতে হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের। যে কোন সময় ধসে যেতে পারে বিদ্যালয়ের এ ঘরটি ঘটতে পারে বড় রকমের দূর্ঘটনা।

বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৬০জন। ০১/০৭/২০১৩ সালে দ্বিতীয় ধাপে স্কুল টি জাতীয়করণ করা হয় স্কুলে শিক্ষক চারজন
প্রধান শিক্ষকের পদটি খালি রয়েছে। এছাড়া তিনজন সহকারী শিক্ষক রয়েছেন হেলেনা খাতুন,আছিয়া আক্তার, নাসিমা আক্তার।
উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন ইতিমধ্যে স্কুলটির টেন্ডার হয়ে গেছে খুব শিঘ্রই স্কুলের নতুন ভবনের কাজ শুরু হবে আর শিক্ষকদের যে সমস্যা আছে তাও তাড়াতাড়ি সমাধান করা হবে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল হক বলেন আমরা অনেকবার বিদ্যালয়ের নতুন ভবনের জন্য শিক্ষা অফিসে জানিয়েছি এখন শুনেছি টেন্ডার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *