নানা রং’র বর্ণিল ফুলের সমারোহ নিয়ে পাবনায় পুষ্পমেলা শুরু

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

নানা রংয়ের বর্ণিল ফুলের সমারোহ নিয়ে পাবনায় শুরু হয়েছে পুষ্প মেলা ২০১৯। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও নার্সারি মালিক সমিতির যৌথ আয়োজনে এই মেলায় ১৬ টি স্টল বসেছে।

শনিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় মেলা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক আজাহার আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারের ক্রমবর্ধমান চাহিদায় ফুলচাষ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পুষ্পমেলা শৌখিন ও বাণিজ্যিক ফুল চাষীদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফুলের সঙ্গে পরিচিত করবে।

প্রথম দিন থেকেই মেলায় বিভিন্ন বয়সের ফুলপ্রেমী দর্শণার্থীরা ভীড় করছেন। গাঁদা, বেলি, ডালিয়া, হাসনাহেনা, সূর্যমুখীর পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ফুলের চারাও পাওয়া যাচ্ছে স্টলগুলিতে। পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে মেলার পরিসর বাড়ানোর প্রত্যাশা আয়োজকদের। দশ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮ জানুয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *