প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়া ও কুর্দিদের

Slider সারাবিশ্ব

তুরস্কের অধীনে সিরিয়া সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সিরিয়ার কুর্দি গেরিলারা ও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার কুর্দি গেরিলারা এতদিন মার্কিন সমর্থন পেয়ে এসেছে।

তারা বলছে, এর মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হবে।
কুর্দি রাজনীতিক ও ডেমোক্র্যাটিক সোসাইটি মুভমেন্টের কো-চেয়ারপারসন আলদার খলিল বুধবার বলেন, কুর্দিরা শুধুমাত্র সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে, আর কিছু নয়। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এ সমস্যার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে- এলাকাটি সিরিয়া সরকারের অধীনে আনা।

গতকাল তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুসারে উত্তর সিরিয়াজুড়ে তুরস্ক নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করবে। তার একদিন আগে তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ করেন। ফোনালাপকে এরদোগান পুরোপুরি ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *