ঢাকা:সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে যাচ্ছেন। দিনক্ষণ নির্ধারিত না হলেও খুব শিগগিরই তিনি সিঙ্গাপুর যাচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তার রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান সোমবার জানান, পার্টি চেয়ারম্যান এখনও অসুস্থ। তার লিভারের সমস্যার কিছুটা উন্নতি হয়েছে। তবে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে খুব শিগগিরই তিনি আবারও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। তবে ভোটের আগেই সিঙ্গাপুর থেকে ফেরেন তিনি। নির্বাচনে রংপুর-৩ আসনে বিজয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথও নেন। শপথ নিতে তিনি সংসদ ভবনে গিয়েছিলেন হুইলচেয়ারে। এরপর সংসদে বিরোধীদলীয় নেতা হন তিনি।