শিহরন জাগানো অভিনেত্রীদের তালিকায় নাম ছিল বিপাশা বসুর

বিনোদন ও মিডিয়া

bipashaএকসময় বলিউডের শিহরন জাগানো অভিনেত্রীদের তালিকায় নাম ছিল বিপাশা বসুর। অভিনয়ে এখন তেমনটা নিয়মিত দেখা না গেলেও ভক্তদের কাছে আবেদনটা বিন্দুমাত্র কমেনি তার। ভক্তদের মনে নতুন করে শিহরণ জাগাতে আবার আগের রূপে ফিরেছেন তিনি।

গত ১৫ ডিসেম্বর মুক্তি পায় বিপাশা অভিনীত অ্যালন সিনেমার টিজার গান ‘কাটরা’। ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের চলছে আলোচনার ঝড়। কারণ গানে দর্শক আগের সেই বিপাশাকেই যেন ফিরে পেয়েছে। গানটির ভিডিওতে বেশ খোলামেলায়ভাবে দেখা গেছে বিপ্সকে। কিছু ‍কিছু দৃশ্যে তো উন্মুক্ত বক্ষেও দেখা গেছে এ অভিনেত্রীকে। এরই মধ্যে অ্যালন সিনেমার ট্রেইলারের জন্য সহশিল্পীদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছেন বিপাশা।

এ গানটিতে বিপাশার বিপরীতে আছেন করণ গ্রুভার। কাটরা শিরোনামের গানটির গীতিকার অভয় উপাদ্ধ্যায়। এবং এতে কণ্ঠ দিয়েছেন অঙ্কিতা তেওয়ারি এবং প্রাকৃতি কাকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *