বই না পড়ার করাণেই যুব সমাজ অপরাধে জড়াচ্ছে : প্রধান বিচারপতি

Slider জাতীয় টপ নিউজ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, এখন অনেক শিক্ষিতই বই কেনেন না। অনেকে আবার সংগ্রহে থাকা বইও পড়েন না।

দিন দিন বই পড়ার আগ্রহ হারিয়ে যাচ্ছে বলেই যুব সমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সপ্তাহ ব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ব্যক্তি এবং পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করতে এবং সমাজকে উন্নত করতে বই ও পাঠাগারকে গুরুত্ব দিতে হবে। একটা সভ্যতাকে ধ্বংস করতে মহা কোন পরিকল্পনার প্রয়োজন নেই। এই সভ্যতার সবগুলো বই পুড়ে ফেলারও কোন দরকার নেই। শুধু মানুষকে বই পড়া থেকে বিরত রাখতে পারলেই এমনি এমনিই সভ্যতা ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, বই মানুষের জীবনের পরিধি বাড়ায়। বই জ্ঞানার্জনের প্রধান মাধ্যম। জ্ঞানের প্রকৃত ধারক ও বাহন।

আসুন সকলে মিলে বই কিনি, বই পড়ি এবং প্রিয়জনকে বই উপহার দেই। বই আমাদের আলোকিত মানুষ হতে সহায়তা করবে। আইন শিক্ষার পাশাপাশি বিচারক ও আইনজীবীদের বিজ্ঞান, সাহিত্য, কাব্যসহ নানা বিষয়ে জ্ঞানার্জন করা জরুরি বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনও বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ফিতা কেটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বই মেলা উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *