ডিস ব্যবসাকে কেন্দ্র করে শ্রীপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১০

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী


রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডিস ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু’গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

(৭ জানুয়ারী) সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের শিরিলচালা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দু’গ্রুপের মধ্যে আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, ফারুক মৃধা, আবুবক্কর রনি, আব্দুল খালেক, সুজন মিয়া ও অপর পক্ষের নাছির উদ্দিন, ইসলাম উদ্দিন, আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক, খলিল মিয়াসহ বেশ কয়েকজন গুরতর আহত হন।

জানা যায়, সোমবার বিকালে পৌর এলাকার শিরিলচালা গ্রামের সাবেক মেম্বার আ’লীগ নেতা সিরাজুল ইসলাম তাঁর খোয়া যাওয়া ডিস ব্যবসা উদ্ধার করতে গেলে একই গ্রামের হাজ্বী জামাল উদ্দিনের সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষ বাঁধে। দফায় দফায় দেশীয় অস্ত্রস্বস্ত্রে দু’পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা সংঘর্ষ চলে। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজুল ইসলামের ছেলে বদরুল আলম বলেন, আমার বাবার ব্যবসা গত দু’বছর পূর্বে সাবেক সাংসদের ছেলে জামিল হাসান দূজর্য়ের লোকজনের সহযোগিতায় দখল করে নেয় হাজ্বী জামাল উদ্দিন। আজ (সোমবার) দুপুরে হাজ্বী জামাল উদ্দিন, হাফিজ উদ্দিন, আশরাফুল ও গোলাপের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়। এতে আমার বাবার মাথায় কোপ লাগে, গাড়ী চালক ফারুকের হাতে কোপ লাগে। আরো অনেকে আহত হয়েছে।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন দু’পক্ষের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *