সুবর্ণ চরে ধর্ষণ : সাতজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Slider বাংলার আদালত


ঢাকা:নোয়াখালীর সুবর্ণ চরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট সাতজনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে নোয়াখালীর সুবর্ণ চরে নির্বাচনের রাতে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আজ রবিবার সকালে সাত আসামিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলি আদালতে (চরজব্বার) সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, গ্রেফতারকৃত আটজনের মধ্যে একজনকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে।

এ পর্যন্ত এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-মূলহোতা রুহুল আমিন, আসামি সালাউদ্দিন (৩৫), ইব্রাহিম খলিল বেচু, জসিম উদ্দিন ওরফে জইস্যা (৩৫), হাসান আলী ভুলু (৬০), চর বাগ্গা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *