গ্রাম বাংলা ডেস্ক: খাগড়াছড়ির দিঘিনালার বাবুছড়ার ৫১ বিজিবির ব্যাটালিয়ন ক্যাম্পে স্থানীয়দের হামলায় বিজিবি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
তাদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন এ ঘটনা সত্যতা নিশ্চিত হয়েছেন।
সহকারী পুলিশ সুপার সরোয়ার হোসেন (সদর সার্কেল) জানান, বিকেলে বিজিবি সদস্যরা ক্যাম্প স্থাপনের কাজ করার সময় স্থানীয়রা বাধা দেয়। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান সহকারী পুলিশ সুপার।