পাবনার সাঁথিয়া উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে তোফাজ্জল হোসনে মণ্ডল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার সাঁথিয়া উপজেলার গৌড়িগ্রাম মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সেখানে অবস্থানকালে তার মৃত্যু হয়।
তিনি গৌড়িগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গৌড়িগ্রাম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।