ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় তফাজ্জল হোসেন (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহি বাস উপজেলার মোকামিয়া নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার বাম পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তোফাজ্জেল। পরে যাত্রীবাহি বাসটি তোফাজ্জেলকে ধাক্কা দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জেল মোকামিয়া গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। এ ঘটনায় প্রায় ১০ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মুহাম্মদ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।