দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন

Slider গ্রাম বাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়েছে। মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর চেয়ারম্যান তৎকালীন এমপিএ আওয়ামী লীগ নেতা এম. আব্দুর রহিম ১৯৭১ সালে ১৮ ডিসেম্বর সকাল ১১টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে এ জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুর নেতৃত্বে বাংলার বীর সেনানী মুক্তিযোদ্ধার একটি চৌকসদল জাতীয় পতাকাকে সালাম জানান।

এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবর রহমান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম. আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল লতিফ, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্রের সভাপতি এ্যাড. আজিজুল ইসলাম জুগলু, কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটু, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুল ইসলাম, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, বিএমএ, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, স্বাচীক, দিনাজপুর সরকারি কলেজ, কলেজিয়েট হাই স্কুল এন্ড কলেজ, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ, হাবিপ্রবি, চেম্বার অব কর্মাস, নাগরিক কমিটি, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা ও শহর মহিলা লীগ, শ্রমিক লীগ ও যুব-ছাত্র ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *