আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তন্ময় দাসের সভাপতিত্বে নোয়াখালী ৬টি আসনের সহকারী রিটার্নিং অফিসার, নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম। নোয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মো শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি ও বিভিন্ন দলের প্রার্থীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নির্বিগ্নে প্রচার প্ররণা চলাতে পারলেও তারা পারছেনা। এ ব্যাপারে তারা রিটার্নিং অফিসার সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বিজিবি ফেনী ক্যাম্পের সিও লে.কর্নেল মো. শামীম ইতেখার , নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান জাফর উল্লাহ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম উপস্থিত ছিলেন।