সেনা মোতায়েনের তারিখ পেছানোর ষড়যন্ত্র চলছে

Slider বাংলার মুখোমুখি


ঢাকা:জাতীয় নির্বাচন উপলক্ষে সেনা মোতায়েনের নির্ধারিত তারিখ পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমরা জানতে পেরেছি ১৫ই ডিসেম্বর তারিখ পরিবর্তন করে সেনা মোতায়েন আগামী ২৩শে ডিসেম্বর তারিখ নাকি ধার্য হয়েছে।

আমরা শুনতে পেয়েছি এই তারিখটিও আরও পেছানোর ষড়যন্ত্র চলছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নির্বাচনী মাঠ ফাঁকা করার জন্যই সেনাবাহিনী মোতায়েনে বিলম্ব করছে। রিজভী বলেন, সরকারের মদদে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর নগ্ন হামলা চলাকালে সেনাবাহিনী মোতায়েনের তারিখ পেছানো ষড়যন্ত্রমূলক। আমি চলমান নির্বাচনী সহিংসতা ও সন্ত্রাস দমনে আজ থেকেই সারাদেশে সেনা মোতায়েনের জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *