৫৮টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ বিটিআরসির

Slider বিনোদন ও মিডিয়া


ঢাকা: দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার বিকালে আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দেয় সরকার। তারপর থেকেই এসব সাইট বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

তিনি বলেন, বিটিআরসি’র নির্দেশ পাওয়ার পর বিষয়টি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেয়া হয়। ইতোমধ্যে সাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সাইটগুলোর মধ্যে রয়েছে প্রিয় ডট কম, রাইজিং বিডি ডট কম, পরিবর্তন ডট কম, জাস্টনিউজ বিডি ডট কম, শীর্ষনিউজ ২৪ ডট কম, বিডি পলিটিকো ডট কম, পেইজ নিউজ ২৪ ডট কম, রেয়ার নিউজ ২৪ ডট কম, বিএনপি নিউজ ২৪ ডট কম, রিপোর্ট ২৪ বিডি ডটকম, ঢাকা টাইমস ২৪ ডট কমম, প্রথম বাংলাদেশ ডট নেট উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *