গাজীপুর-৩ আসনে অবশেষে ধানের শীষ পেলেন ইকবাল সিদ্দিকী

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুর-৩(শ্রীপুর) আসনে অবশেষে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক পেলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক ও ইকবাল সিদ্দিকী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী। তিনি রাজেন্দ্রপুরে অবস্থিত কচিকাচা একাডেমীর প্রতিষ্ঠাতা মালিক।

তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন।

ইকবাল সিদ্দিকী গাজীপুরের একজন সিনিয়র সাংবাদিক। তিনি ডেইলী অবজারভারের গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। বর্তমানে তিনি কিশোর মানব নামে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

জানা যায়, গাজীপুর-৩ আসনে বিএনপি থেকে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাক্ষাৎকারেও অংশ গ্রহন করেছেন। এরপর বিএনপির কেন্দ্রিয় নেতা ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুকে মনোনয়নপত্র জমা দেয়ার আগে চিঠি দেয় বিএনপি। অবশেষে ঐক্য ফ্রন্টের আসন ভাগাভাগিতে গাজীপুর-৩(শ্রীপুর) আসনটি কৃষক শ্রমিক জনতা লীগকে দেয়ায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে ইকবাল সিদ্দিকী ধানের শীষের প্রতীক পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *