আপিলে যাদের মনোনয়ন টেকেনি

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৫৪৩ জন প্রার্থীর আপিল শুনানি শুরু হয়েছে। শুনানিতে অনেকের মনোনয়ন অবৈধ হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসিতে তাদের মনোনয়ন বাতিল করা হয়। আপিলে যারা মনোনয়ন ফিরে পাননি তাদের মধ্যে রয়েছেন, রংপুর-(৫) মিঠাপুকুর আসনে বিএনপি প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানী, চাপাইনবাবগঞ্জ-২ ডা. মোহাম্মদ তৈয়ব আলী (স্বতন্ত্র), মাদারীপুর-৩ আব্দুল খালেক (জাতীয় পার্টি), দিনাজুপুর-২ মোকাররম হোসেন (স্বতন্ত্র), দিনাজপুর-১ পারভেজ হোসেন (স্বতন্ত্র), দিনাজপুর-২ আসনে মোকারম হোসেন, ঠাকুরগাঁও-৩ এসএম খলিলুর রহমান (বিকল্পধারা), ফেনী-১ মিজানুর রহমান (স্বতন্ত্র), কিশোরগঞ্জ-৩ ড. মিজানুল হক (স্বতন্ত্র), ময়মনসিংহ-৪ আবু সাঈদ মহিউদ্দিন (স্বতন্ত্র), চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মো. শামছুল হুদা (স্বতন্ত্র), ময়মনসিংহ-২ আসনে মো. এমদাদুল হক, খুলনা-২, এস.এম এরশাদুজ্জামান, নাটোর-১, শ্রী বীরেন্দ্র নাথ সাহা, ঢাকা-১ মো. আইয়ুব খান, বগুড়া-৩ আসনে মো. আব্দুল মুহিত, ১৯৫ রাঙ্গামাটি আসনে অমর কুমার দে, বগুড়া-৪ আসনে মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম), হবিগঞ্জ-২ আসনে মো. জাকির হোসেন, ঢাকা-১৪ আসনে সাইফুদ্দিন আহমেদ, সাতক্ষিরা-১ আসনে এস.এম মুজিবর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *