সিলেটে অনলাইনে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ

Slider সিলেট

সিলেট প্রতিনিধি :: সিলেট বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। অবেদন ফি বাবদ ১৭০ টাকা টেলিটকের এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, সিলেট জেলা শহরের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয় ও লাক্কতুড়াস্থ সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়সহ জেলার মোট ১২টি সরকারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে একযুগে এ ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি পরীক্ষার তারিখ এবং অন্য তথ্য জেলা ও উপজেলা ভর্তি কমিটি বা প্রধান শিক্ষকের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ২০ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।
রোববার রাত ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ করা হবে আগামী ১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

মাউশির ভর্তি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, অনলাইনে আবদনের জন্য http://gsa.teletalk.com.bd এবং এসএমএসে আবেদনের জন্য টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোন থেকে আবেদন করতে হবে।
ভর্তির নির্দেশনা: http://old.dshe.gov.bd/secondary/7c99d5a722bc96f36a4fc0a927f6a6b7.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *