সিডনির ক্যাফেতে আগতদের জিম্মি করেছে বন্দুকধারীরা

সারাবিশ্ব

image_163273.aঅস্ট্রেলিয়ার সিডনির এক ক্যাফেতে অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। দেশটির টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, দেয়াল ঘেঁষে হাত উঁচু অবস্থায় ক্যাফেতে আসা কয়েকজন দাঁড়িয়ে আছে। এ সময় আরবি অক্ষর লেখা একটি কালো পতাকাও দেখা যায় পেছনে। তবে, কি উদ্দেশ্যে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে- সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
অস্ট্রেলিয়ার টেলিভিশনে প্রচারিত ওই ফুটেজে একজন বন্দুকধারী ও অন্তত তিনজন জিম্মিকে হাত উঁচু করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাফেটি এখন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সিডনি অপেরা হাউজ থেকে কর্মী ও দর্শণার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদেরও এখন ওই এলাকার দিকে না যেতে আহ্বান জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন জানিয়েছেন, কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে এ তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট।
তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। তারা দ্রুতই ঘটনা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন তিনি।
সূত্র : বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *