হঠাৎ আলজেরিয়া সফরে যুবরাজ সালমান

Slider বিচিত্র

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হঠাৎ এক রাষ্ট্রীয় সফরে আলজেরিয়া পৌঁছেছেন। রবিবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি ২০ সম্মেলন শেষে উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া হয়ে তিনি আলজেরিয়া পৌঁছান।

এসময় রাজধানী আলজিয়ার্সে সৌদি যুবরাজকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আহমেদ ওয়াহিয়া।
দুদিনের রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিকে আরও মজবুত করতে তার এ সফর। জি ২০ সম্মেলনে যোগ দেয়ার পূর্বে যুবরাজ বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক আরব দেশ সংযুক্ত আরব-আমিরাত, বাহরাইন, মিশর ও তিউনিশিয়া সফর করেন।

যুবরাজ সালমান আলজেরিয়া পৌঁছার পূর্বে মৌরিতানিয়া বিরতি নেন। যেখানে দেশটির আহ্বানে রাজধানী নৌয়াকচোটে সুবিশাল এক হাসপাতাল নির্মাণ করছে সৌদি আরব।

সৌদি যুবরাজ এমন সময়ে দেশটিতে প্রথম সফরে গেলেন যখন তুরস্কের রাজধানী ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ভবনে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় চলছে। এই হত্যাকাণ্ড যুবরাজ সালমানের ইঙ্গিতে হয়েছে এরকম প্রমাণ রয়েছে বলে দাবি করেছে তুরস্ক। এদিক খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *